• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

বিদেশ

আল-আকসার ভেতরে ইসরায়েলি বাহিনীর হামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মে ২০২১

জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্বোরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। 

আজ সোমবার (১০ মে) পবিত্র রমজান মাসের ২৮তম দিনে মসজিদে ইবাদতরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর হামলার সময় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং শব্দ বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া আল-আকসা মসজিদ এবং এর কম্পাউন্ডসহ আশপাশের এলাকার ওপর দিয়ে উড়ছে ইসরায়েলি হেলিকপ্টার।

ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া মসজিদে ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, রোববার (৯ মে) লাইলাতুল কদরে জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এই সময় সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads