• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

আটককৃত স্বর্ণের বার

ইন্টারনেট

বাংলাদেশ

বেনাপোলে ৬ কেজি স্বর্ণ জব্দ

  • বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ ২০১৮

মঙ্গলবার বেনাপোল থেকে ভারতে পাচারকালে প্রায় ছয় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এক ভারতীয় ও এক বাংলাদেশির কাছে এই স্বর্ণ পাওয়া যায়; যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দকৃত স্বর্ণসহ তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।


আটক মিঠু দফাদার (৩০) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের প্রয়াত হযরত দফাদারের ছেলে। আটক বাংলাদেশি আব্দুর রাজ্জাক (৪০) বেনাপোল বন্দর থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, শিকারপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে- এমন খবরে শিকারপুর বিজিবির একটি দল সকালে নারকেলবাড়িয়ায় অভিযান চালিয়ে মিঠুকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৩ কেজি ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদে দুপুরে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী পুটখালী বাজার প্রাইমারি স্কুলের সামনে থেকে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ২ কেজি ৪১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯৮ লাখ ৮১ হাজার টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads