• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে

ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশি নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।

ছবি : সংগৃহীত

বাংলাদেশ

ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে জাকারিয়া ভূঁইয়া ও ওমর ফারুকের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। তাদের স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

জাকারিয়া ভূঁইয়ার মরদেহ তার ছোট বোনের স্বামী আবদুল বাতেন গ্রহণ করেন। এ সময় জাকারিয়ার বাবা-মা, শ্বশুরসহ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। আবদুল বাতেন সমকালকে জানান, আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে জানাজা শেষে লাশ দাফন করা হবে। জাকারিয়া পেশায় ওয়েল্ডার ছিলেন।

ওমর ফারুকের মরদেহ তার স্ত্রী সানজীদা বেগম গ্রহণ করেন। এ সময়ে তার মামা মোহাম্মদ সোহেলসহ অন্য আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। সোহেল সমকালকে জানান, আজ নারায়ণগঞ্জ বন্দরের নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। ওমর ফারুক স্টিলের অবকাঠামো নির্মাণের কাজ করতেন।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু জানান, আরেক বাংলাদেশি চাঁদপুরের ডা. মোজাম্মেল হকের লাশ বহনকারী ফ্লাইট দুবাই হয়ে আজ বুধবার দেশে পৌঁছাবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারেন্ট। এতে ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার সিলেটের হুসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads