• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবির শিক্ষকের শাস্তির দাবী নেপালী শিক্ষার্থীদের

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

যৌন নিপীড়নের অভিযোগ  

বশেমুরবিপ্রবির শিক্ষকের শাস্তির দাবী নেপালী শিক্ষার্থীদের

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারি প্রক্টর ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে তার শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নেপালী শিক্ষার্থীরা। এগ্রিকালচার বিভাগের নেপালী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আজ রোববার দুপুরে এ মানববন্ধন করে নেপালী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা ব্যানার ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে এবং অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবী জানান।

এর আগে মঙ্গলবার (১৩ নভেম্বর) ওই ছাত্রী তার সঙ্গে শিক্ষক হুমায়ুন কবীরের যৌন নিপিড়ন বিষয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পেশ করে।

এ বিষয়ে যৌন নিপিড়ন প্রতিরোধ সেলের প্রধান ও আইন বিভাগের শিক্ষক মানসুরা খানমকে প্রধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads