• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মৃতদেহ থেকে ছড়ায় না কোভিড-১৯ : ডব্লিউএইচও

সংগৃহীত ছবি

বাংলাদেশ

মৃতদেহ থেকে ছড়ায় না কোভিড-১৯ : ডব্লিউএইচও

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে, মৃত ব্যক্তির শরীর থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে না।

ডব্লিউএইচও জানায়, যেহেতু এই ভাইরাসে মূলত শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তাই এই কভিড-19 আক্রান্ত হয়ে মারা গেলে তার শরীর থেকে ছড়ায় না এই ভাইরাস। তবে মৃতদেহের সঙ্গে সংস্পর্শ অব্যাহত রাখলে যক্ষ্মা, রক্তবাহিত ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।

ডব্লিউএইচও তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদনে কিছু নির্দেশনা প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, করোনাভাইরাস ড্রপলেট, ফোমাইটস এবং ঘনিষ্ঠ সংস্পর্শ, সম্ভাব্য মলের মাধ্যমে ছড়ায়। এটি বায়ুবাহিত নয়। যেহেতু এটি একটি নতুন ভাইরাস যার উৎস এবং রোগের প্রোগেশন পুরোপুরি স্পষ্ট নয়, তাই আরও তথ্য পাওয়ার আগে আমাদের সতর্ক থাকতে হবে।

হেমোরজিক ফিভার যেমন- ইবোলা, মারবার্গ এবং কলেরায় মারা যাওয়া ব্যক্তির মৃতদেহ ছাড়া অন্য রোগের ক্ষেত্রে মৃতদেহ সাধারণত সংক্রামক নয়। তবে মহামারি ইনফ্লুয়েঞ্জায় মারা যাওয়া ব্যক্তির শ্বাসতন্ত্র ময়নাতদন্তের সময় অসতর্ক কারণে সংক্রমণের ঘটনা ঘটতে পারে।

এছাড়া মানুষজন মনে করে সংক্রামক রোগে কেউ মারা গেলে তার দেহ পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু এটা সত্য নয়।
এখন পর্যন্ত মৃতদেহের সংস্পর্শে আসার পর কারও করোনা ভাইরাস হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads