• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর চাচি-ভাতিজির মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর চাচি-ভাতিজির মরদেহ উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০২০

নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী ভাতিজির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার শহরের বিলাসদীর আল্লাহ চত্বর এলাকায় রেললাইনের পাশের একটি ডোবায় লাশ দুটি পাওয়া যায়।

মৃতরা হলেন- শহরের বিলাসদী আল্লাহ চত্বর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪০) ও জহিরুল ইসলামের মেয়ে হাফসা আক্তার।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে সেলিনা দেবরের মেয়ে হাফসাকে কোলে নিয়ে হাঁটতে বের হন । এরপর তারা আর ফেরেননি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি ও মাইকিং করে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় এক সাধারণ ডায়ে দায়ের করেন।আজ দুপুরে বাড়ি থেকে ৪০০ গজ দূরের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে লোকজন ডোবায় কচুরিপানার ভেতর লাশ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিনা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন। হাঁটতে বের হয়ে তিনি রেললাইন, ডোবা বা পুকুর থেকে বিভিন্ন ধরনের শাক-লতাপাতা সংগ্রহ করে আনতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ওই নারী ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।     

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্র্রস্তিতি চলেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads