• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানের বইয়ে ‘রাজাকার পুত্রের’ গান, প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানের বইয়ে ‘রাজাকার পুত্রের’ গান, প্রতিবাদে মানববন্ধন

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংকলণ "শতবর্ষে বঙ্গবন্ধুর শতগান" বইয়ে রাজাকার পুত্রের গান স্থান পাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ৱশনিবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা কমিটির ব্যানারে বেলা ১১টা থেকে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডার আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন মামুন, সাংবাদিক এস. কে সাহেদ, জেলা ছাত্রলীগের সাকেব সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাজেদ ফাতেমীর বাবা মৃত সোলাইমান মিয়া ছিলেন পল্লী চিকিৎসক। মহান মুক্তিযোদ্ধের সময় সোলাইমান তার বাড়ি জেলার আদিতমারী উপজেলায় (বর্তমান পলাশি ইউনিয়নে) শান্তি কমিটির সাধারণ সম্পাদক (পিস কমিটি) ছিল। পাক সেনারা খুশি হয়ে সে সময় সোলাইমানকে ঢেউটিনের ঘর করে দেয়। রাজাকার পুত্র সাজেদ ফাতেমী বর্তমানে ইস্টার্ণ ইউনিভার্সিটির পরিচালক, জনসংযোগ কর্মকর্তা ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সাংবাদিক। বক্তারা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংকলণে "শতবর্ষে বঙ্গবন্ধুর শত গান" বই বাজেয়াপ্ত করে লালমনিরহাটের রাজাকার পুত্র সাজেদ ফাতেমীর লেখা গান দুইটি বাদ দিয়ে বইটি পুনঃ প্রকাশের দাবী জানান।

মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, যুবলীগ নেতা হাফিজুর রহমান, শ্রমিকলীহ নেতা বুলবুল আহমেদ, পুনীল চন্দ্রসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রানৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিককর্মী ও সুশিল সমাজের নেতারাসহ সমাজের সর্বস্তরের ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads