• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ছবি : নাভেদ ইশতিয়াক তরু

বিপিএল

রংপুর রাইডার্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চ্যাম্পিয়ন হবে

  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

গোলাম কিবরিয়াঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার মৌসুম ধরে খেলছে রংপুর রাইডার্স। কিন্তু বাজিমাত করেছে গত মৌসুমে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় গঠিত দলটি বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম আসরে। গত মৌসুমে দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা। মাঠ মাতিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। এবার ম্যাককালাম নেই। কিন্তু রংপুর রাইডার্সের অভিজ্ঞ ম্যানেজমেন্ট এবার আরও এক ধাপ এগিয়ে দলভুক্ত করেছে ‘৩৬০’ ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এবারও শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। দল গড়ার পাশাপাশি এবার শুরু করেছে মাঠের বাইরের কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আজ ২৩ ডিসেম্বর রোববার চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সভা কক্ষে এ চুক্তি সই হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে চুক্তিতে সই করেন মাগুরা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসইভিপি এবং এসএমই ও খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান জনাব তারেক রিয়াজ খান।

এ সময় উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী ও হেড অফ অপারেশন তাসভির উল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা গ্রুপের (প্রেস অ্যান্ড মিডিয়া) কোঅর্ডিনেটর এবং বাংলাদেশের খবরের ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া তালুকদার।

এদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসইভিপি এবং এসএমই ও খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান জনাব তারেক রিয়াজ খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা এদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট এর কাজ করি এবং আমরা এর পাশাপাশি খেলাধুলাতেও কাজ করার চেষ্টা করছি,যার কারণে আমরা এইবার রংপুর রাইডার্স এর সাথে যুক্ত হয়েছি।তিনি আরো বলেন "রংপুর রাইডার্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চ্যাম্পিয়ন হবে” রংপুর রাইডার্সের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads