• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বিপিএল

বিপিএলের পর্দা উঠছে কাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২২

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। শুক্রবার, ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

অনেকটা তাড়াহুড়ো করে আয়োজন হতে যাওয়া এই আসরে রয়েছে বেশ অসঙ্গতিও। নেই ডিআরএস, নেই বিদেশি স্বনামধন্য আম্পায়ার কিংবা ধারাভাষ্যকার। দর্শকের উপস্থিতি থাকছে না মাঠে। এর সবকিছুর পেছনের কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায় দিচ্ছে করোনা মহামারির ওপরেই।

এ ছাড়া বিদেশি তারকা ক্রিকেটারদেরও পাওয়া যায়নি খুব বেশি। অনেকটা জাতীয় দলের বাইরে থাকা বিদেশি খেলোয়াড়দের নিয়েই সাজানো হয়েছে দলগুলো। যদিও উল্লেখ যোগ্য নাম ফাফ ডু প্লেসি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনীল নারিন, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভোরা।

এবারের আসর নানা অসঙ্গতি নিয়ে শুরু হলেও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, আগামী আসর থেকে অনেক পরিবর্তন আসবে বিপিএলে। তবে সব মিলে বলা যায় এই আসরটা অনেকটাই দায়সারা। কোনভাবে হয়ে গেলেই বাঁচে বিসিবি।

প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে ঢাকা দলের ফ্র্যাঞ্চাইজি বদলে যাওয়ায় বিসিবি অংশ নেয় ড্রাফটে। পরে সেই দল বিক্রি হয় মিনিস্টার গ্রুপের কাছে।

এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল মিনিস্টার ঢাকা, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট সানরাইজার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকা দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ, চট্টগ্রামে মেহেদী হাসান মিরাজ, কুমিল্লার নেতৃত্বে ইমরুল কায়েস, বরিশালের সাকিব, সিলেটের মোসাদ্দেক হোসেন ও খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম।

চ্যাম্পিয়ন, রানার্স-আপ প্রাইজ মানির ক্ষেত্রেও বিপিএল পিছিয়ে আছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চেয়ে। চ্যাম্পিয়ন দল পাবে মাত্র ১ কোটি টাকা আর রানার্স-আপ দল পাবে ৫০ লাখ টাকা।

প্রায় এক মাসের এই টুর্নামেন্ট শেষ হবে ফেব্রুয়ারির ১৮ তারিখে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৪টি ম্যাচ। ফাইনাল ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads