• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মালিকানা পরিবর্তন হচ্ছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

মালিকানা পরিবর্তন হচ্ছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মালিকানা পরিবর্তন হচ্ছে। কোম্পানিটির ১৮ জন উদ্যোক্তা ও পরিচালক প্রায় ৪৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার বিক্রির এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বর্তমান শেয়ারদর অনুযায়ী এসব শেয়ারের বাজারমূল্য ৪৫ কোটি টাকার বেশি।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কারা কিনছেন, এমন তথ্য কোম্পানিটি প্রকাশ করেনি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ার কিনে নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। এ গ্রুপটি ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোস্যাল ইসলামী ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ার কিনে প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয়। এরপর এ বছর পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার কিনে নেওয়ার মাধ্যমে কোম্পানিটির পুরো নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। দেশের আর্থিক খাতের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে এস আলম গ্রুপের হাতে।

গতকাল ডিএসইতে দেওয়া ঘোষণা অনুযায়ী, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ জন উদ্যোক্তা, ১১ জন উদ্যোক্তা পরিচালক, একজন পরিচালক ও একজন উদ্যোক্তার উত্তরাধিকারীর হাতে কোম্পানির মোট এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০ শেয়ার রয়েছে, যা মোট শেয়ারের ৪৪ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তাদের হাতে থাকা এসব শেয়ারের পুরোটাই কিনে নিচ্ছে এস আলম গ্রুপ। শেয়ার হস্তান্তরে চুক্তিও হয়ে গেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

জানা গেছে, এসব শেয়ার কেনা হচ্ছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এফিনিটি অ্যাসেটস লিমিটেড, ক্রেস্ট হোল্ডিংস লিমিটেড, প্যাভিলিয়ন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইউনিটেক্স পেট্রোলিয়াম লিমিটেড ও ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের নামে। চলতি বছরের ১৩ আগস্ট অনুষ্ঠিত পদ্মা ইসলামী লাইফের ১৫৪তম পর্ষদ সভায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয় কোম্পানি সূত্র জানায়।

জানা গেছে, জীবন বীমা খাতের মধ্যে দুর্বল অবস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির নগদ টাকার তীব্র সঙ্কট রয়েছে। সময়মতো গ্রাহকদের বীমা দাবিও পরিশোধ করতে পারছে না। গ্রাহক আস্থাহীনতার কারণে কোম্পানির জীবন বীমা তহবিলের পরিমাণও কমছে। চলতি অর্ধবার্ষিকীতে পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিল ২২ কোটি ৫১ লাখ টাকা কমে ১০৬ কোটি টাকায় নেমে এসেছে। ২০১৭ সালের জুন মাস শেষে এ তহবিল ছিল ২৫৩ কোটি টাকা। আর ২০১৬ সালের জুন শেষে জীবন বীমা তহবিল ছিল ২৮২ কোটি টাকা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তহবিল ধারাবাহিকভাবে কমে যাওয়া ও ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাওয়ায় ২০১৭ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এ কারণে মন্দ তালিকা ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পায় কোম্পানিটি। কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটি সবশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। গতকাল এ কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ২৬ টাকা ১০ পয়সা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads