• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
দরপতনের শীর্ষে এমএল ডায়িং

এম এল ডাইংয়ের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে এমএল ডায়িং

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করে এমএল ডায়িং লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দর ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে এমএল ডায়িংয়ের ৬৩ কোটি ৭ লাখ টাকা ৪৪ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দর  ১৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।  গত সপ্তাহে কোম্পানির ৭ কোটি ৯৫ লাখ টাকা ৪৭ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দর  ১০ দশমিক ৫৯ শতাংশ কমেছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads