• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
রেলওয়েতে গতি এসেছে

রেলপথমন্ত্রী মুজিবুল হক

সংরক্ষিত ছবি

যোগাযোগ

সংসদে রেলপথমন্ত্রী

রেলওয়েতে গতি এসেছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

বিএনপি আমলের মৃতপ্রায় রেলপথে এখন গতি এসেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। দেশের সব জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে রেলপথমন্ত্রী বলেন, ‘চরমভাবে অবহেলিত রেলপথ বর্তমান সরকারের আমলে শুধু গতিই নয়, উন্নয়নের নতুন মাত্রা যোগ করেছে। রেলের উন্নয়নে যে ব্যাপক মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে অবশ্যই বাংলাদেশের রেলওয়ে বিশ্বের উন্নত দেশের কাতারে উন্নীত হবে।’

আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত যাত্রীবাহী কোচগুলো আরামদায়ক করার লক্ষ্যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে নির্মিত সিট সংযোজন করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রেলওয়ের গৃহীত মহাপরিকল্পনা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নতুন অনুমোদিত রেলওয়ে মহাপরিকল্পনায় ২০১৬ সালের জুলাই থেকে ২০৪৫ সালের জুন পর্যন্ত ৩০ বছর মেয়াদি ৬টি পর্যায়ে বাস্তবায়নের জন্য ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে মোট ২৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads