• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
‘মাওয়ার গাড়ির চাপ পাটুরিয়ায়’

পাটুরিয়া- দৌলতদিয়ায় দিনভর যানবাহনের উপচে পড়া ভিড়

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

‘মাওয়ার গাড়ির চাপ পাটুরিয়ায়’

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দুই প্রান্তে গতকাল বুধবার দিনভর যানবাহনের ভিড় ছিল। দুপুর ১টা পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। এ নৌপথে ফেরির তুলনায় যানবাহনের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান গতকাল দুপুরে বলেন, মাওয়া ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বাড়ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। তাই যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি হচ্ছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে জানিয়ে জিল্লুর রহমান বলেন, সকাল থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের সুযোগ দেওয়া হয়। ফলে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। অপরদিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের সংখ্যাধিক্য ছিল দৌলতদিয়া ফেরিঘাটে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads