• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
এক মাসের মধ্যে রেলের সেবার মান না বাড়ালে ব্যবস্থা : রেলমন্ত্রী

আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

সংগৃহীত ছবি

যোগাযোগ

এক মাসের মধ্যে রেলের সেবার মান না বাড়ালে ব্যবস্থা : রেলমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

রেলের সেবার মান আগামী এক মাসের মধ্যে বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

রেলের বর্তমান সেবা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে মন্ত্রী উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আগামী ৫ এপ্রিল আমি আবার এখানে পরিদর্শনে আসবো। এর মধ্যে যদি রেলের মান বৃদ্ধি না হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, রেলওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন টিকিট বিক্রিসহ রেলের সেবার মান বৃদ্ধি করতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে সব ট্রেনের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে।

বর্তমানে শুধু ঢাকা-চট্টগ্রাম লাইনের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হলে এনআইডি কার্ড প্রয়োজন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads