• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত, যাত্রীদের দুর্ভোগ

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত, যাত্রীদের দুর্ভোগ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে গেল কয়েকদিন ধরে রাতের বেলা ফেরি চলাচল বন্ধ থাকছে। শুধু দিনের বেলা ফেরি চলাচল করছে। এতে করে পারের অপেক্ষায় গাড়ির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লাগছে বেশি সময়।

এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে শিমুলিয়া ঘাটে। ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার ভোর ৬টা থেকে ৬টি ফেরি চলাচল করছে এই নৌ-রুটে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় ৪ শতাধিক যানবাহন। 

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, পুরাতন জমে থাকা গাড়ির সাথে নতুন গাড়িও যোগ হচ্ছে। প্রাইভেটকার ও পিকআপ বেশি আসছে ঘাটে। ফেরি চলাচল ব্যহত হওয়ায় ১৬টি ফেরির মধ্যে ছোট ৬টি ফেরি চলাচল করছে। নয়টি ড্রেজার পলি অপসারণে কাজ করছে। তীব্র স্রোত,নাব্যতা সংকট ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকাল সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা ফেরি চলাচল বন্ধ থাকছে এই নৌরুটে। ঘাট এলাকায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads