• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়ী-ঢাকা রুটের ধলেশ্বরী  নদীতে ফেরি চালু

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

টঙ্গীবাড়ী-ঢাকা রুটের ধলেশ্বরী  নদীতে ফেরি চালু

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী মোল্লাবাজার ধলেশ্বরী শাখা নদীর উপর যানবাহন পারাপারের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি 'রায়হান-১’ নামক দেশীয় ফেরি চালু হয়েছে। প্রতিদিন উপজেলার অর্ধলক্ষ মানুষ এ নদী পারাপার হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। টঙ্গীবাড়ী থেকে রাজধানী ঢাকার গুলিস্তান মাত্র ২৭ কিলোমিটার। সময় বাচাঁতে উপজেলার বেশির ভাগ মানুষ এ নদী পাড় হয়ে ঢাকায় যাতায়াত করে। মোল্লাবাজার নামক স্থানে গত দুই বছর আগে সেতু নির্মাণ কাজ শুরু হলেও তা ধীর গতি গতিতে চলছে। এর ফলে মোল্লাবাজারের ধলেশ্বরীর শাখা নদীটিতে প্রতিদিন ৩-৪টি ট্রলার দিয়ে ১০০ মিটার পার হতে হয়। দুই পারে গিয়ে গাড়ি পরিবর্তন করতে হয়। প্রতিদিন প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল পারপারপ করতে হয়। ট্রলারে মানুষ, মোটর সাইকেল, কৃষিপণ্য নিয়ে প্রায়ই সমস্যার সম্মুখিত হতে হয়। সেই বিবেচনায় নিয়ে গুদারাঘাট কর্তৃপক্ষ দেশিয় প্রযুক্তিতে ফেরী বানিয়ে যানবাহন চলাচলের জন্য চালু করেছে।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, রায়হান-১ নামক নতুন ফেরিটি দিয়ে মোটর সাইকেল, সিএনজি, মিশুক, অটোরিকশাসহ মালামাল পার করা হয়। টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের জাহাঙ্গীর শেখ জানান, খুব ভাল হয়েছে। ট্রলারে মোটর সাইকেল নেয়া, উঠানো, নামানো কষ্টকর ছিল।

ঘাট ইজারাদার সূত্রে জানা যায়, যাত্রী সেবার মানবৃদ্ধি সহ পরিবহন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ফেরির কারনে যাতায়াতের পথটি আরো জনপ্রিয় হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads