• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

প্রতীকী ছবি

অপরাধ

চালক ও হেলপার আটক

বাসে ছাত্রীকে যৌন হয়রানি

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় বাসের ভেতর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাস চালক ও তার সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক চালকের নাম মো. রাসেল (৩৪) ও সহকারীর নাম হানিফ (২৬)।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাইমুর রহমান ওই ছাত্রীর বরাত দিয়ে জানান, নেভি হাসপাতাল গেট থেকে বহদ্দারহাটগামী ১০ নম্বর বাসে ওঠেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই ছাত্রী বাসে ওঠার সময় হেলপার তার গায়ে হাত দেয়। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করে। বাস থেকে তিনি নেমে যেতে চাইলে চালকের সহকারী দরজায় হাত দিয়ে তাকে নামতে দেয়নি। ওই বাসে আরো চার যাত্রী থাকলেও তারা ছিলেন নির্বিকার। চলন্ত অবস্থায় চালক ও সহকারী ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তার মাধ্যমে উত্ত্যক্ত করছিল। সল্টগোলা ক্রসিংয়ের সামনে বাসটি পৌঁছে গতি কমালে ওই ছাত্রী চালকের সহকারীকে ঘুষি মেরে লাফ দিয়ে নেমে যান। এরপর বিষয়টি ওই ছাত্রী মোবাইল ফোনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জানান। খবর পেয়ে তার বন্ধুরা ওয়াসার মোড়ে অবস্থান নেন। পরে ওয়াসার মোড়ে বিভিন্ন বাস থামাতে থাকেন ছাত্ররা। একপর্যায়ে বাসটিকে ওই ছাত্রী শনাক্ত করেন। উত্তেজিত ছাত্ররা বাসটি ভাঙচুর করেন এবং চালক ও হেলপারকে পিটুনি দেন। পরে চকবাজার থানায় চালক ও হেলপারকে নিয়ে যান।

চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, যৌন হয়রানির অভিযোগে একটি বাসের চালক ও তার সহকারীকে ধরে গণপিটুনি দেয় ছাত্ররা। পরে তাকে তারা চকবাজার থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই ঘটনাটি অস্বীকার করেছে। তিনি আরো জানান, গণপিটুনিতে আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads