• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধে’ নয় জেলায় এক রাতে নিহত ১১

‘বন্দুকযুদ্ধে’ নয় জেলায় এক রাতে নিহত ১১

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ নয় জেলায় এক রাতে নিহত ১১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নয় জেলায় আরো ১১ জন নিহত হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে মাদক চোরাকারবারি ও বিক্রেতাদের সঙ্গে এসব ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে র্যাব ও পুলিশ। এর মধ্যে পুলিশের গুলিতে কুমিল্লা ও নীলফামারীতে দুজন করে মোট চারজন এবং চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও দিনাজপুরে একজন করে তিনজন নিহত হয়েছে। আর র্যাবের গুলিতে চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে নিহত হয়েছে চারজন। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে, যারা জেলা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ মাদক চোরাকারবারি’ বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য। গোয়েন্দা শাখা ও থানা পুলিশের কয়েকটি দল সোমবার রাত পৌনে ১টার দিকে জেলা সদরের অদূরে সীমান্তবর্তী গ্রাম অরণ্যপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে গোলাগুলির ওই ঘটনা ঘটে। এ সময় দুটি গুলিসহ একটি রিভলবার, একটি পাজেরো জিপ, ৫০ কেজি গাঁজা এবং ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

নিহত মো. শরীফ (২৬) জেলার সদর দক্ষিণ উপজেলার মহেষপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে, পিয়ার আলী (২৮) আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামের আলী মিয়ার ছেলে। শরীফের বিরুদ্ধে থানায় মাদক আইনের ৫ এবং পিয়ারের বিরুদ্ধে ১৩ মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) রূপ কুমার, এসআই শাহ আলম, কনস্টেবল তানভীর এবং ডিবির এএসআই শাহীনুর আলম আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কুমিল্লার দেবীদ্বার বাগুর এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম (২৪) নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছে। সে দেবীদ্বার উপজেলার আবদুল আজিজের ছেলে। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান।

নীলফামারী : জেলার সৈয়দপুরে সোমবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই যুবক গতকাল মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তারা হলো সৈয়দপুর পৌর শহরের ইসলামবাগ মহল্লার আবদুল হান্নানের ছেলে জনি হোসেন (২৭) ও নিচু কলোনি মহল্লার ইউসুফ হোসেনের ছেলে শাহিন আহমেদ (৩০)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বলেন, সৈয়দপুরের গোলাহাট বধ্যভূমি এলাকায় ‘মাদক চোরাকারবারিদের সঙ্গে’ পুলিশের গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দুজনের বিরুদ্ধেই সৈয়দপুর থানায় আটটি করে মামলা রয়েছে।

ওই দুই যুবককে সঙ্গে নিয়ে পুলিশ রাত ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ভোরের দিকে তারা গোলাহাট বধ্যভূমি এলাকায় গেলে সেখানেই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা অশোক পাল বলেন, সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকে গুলি করে এবং ককটেল ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। ওই সময় জনি ও শাহিন পালানোর চেষ্টা করলে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ অভিযানে চোরাকারবারিদের ছোড়া ককটেল বিস্ফোরণে সৈয়দপুর থানার উপপরিদর্শক ওয়াদুদ রহমান ও কনস্টেবল মোকাররম হোসেন আহত হয়েছেন এবং তাদের সৈয়দপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা : জেলার আলমডাঙ্গা উপজেলার রেলওয়ে স্টেশন রোডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামরুজ্জামান সাধু (৫০) নামে একজন নিহত হয়েছে। আলমডাঙ্গা থানার এএসআই শফিকুল ইসলাম জানান, উপজেলার হারদী গ্রামের ইমদাদুল হকের ছেলে কামরুজ্জামান সাধুর বিরুদ্ধে থানায় মাদক আইনে ‘একাধিক’ মামলা রয়েছে।

তিনি বলেন, সাধু ও তার সহযোগীরা এক বস্তা ফেনসিডিল নিয়ে স্টেশন এলাকা দিয়ে যাচ্ছে খবর পেয়ে পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের পুকুরের কাছে অবস্থান নেয়। তখন মাদক ব্যবসায়ীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কামরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নেত্রকোনা : পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আমজাদ (৩৫) নামে এক যুবক কয়েক ঘণ্টার মাথায় সদর উপজেলার বড়াইল বালুঘাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র ও মাদকের ১৩টি মামলা রয়েছে।

নেত্রকোনা সদর মডেল থানার ওসি বোরহান উদ্দিন জানান, সোমবার রাতে নাগড়া এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে মধ্যরাতে বড়াইল বালুঘাটে যায় পুলিশের একটি দল। সেখানে অবস্থানরত আমজাদের সঙ্গীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে গোলাগুলির মধ্যে পড়ে আমজাদ নিহত হয়। ওসি জানান, এই অভিযানে তিনি নিজে এবং এসআই মামুন, মহসিন, মকবুল ও কনস্টেবল মালেক আহত হয়ে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম : জেলার বায়েজিদ বোস্তামী থানার ঢেবার পাড়ে গতকাল মঙ্গলবার ভোর রাতে গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে র্যাব-৭ চাঁদগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমানের ভাষ্য। তিনি জানান, নিহত শুক্কুর আলীর (৪৫) বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

আশিকুর রহমান বলেন, র্যাবের একটি টহল দল ভোরের দিকে ঢেবার পাড় এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহত ওই ব্যক্তিকে শুক্কুর আলী হিসেবে শনাক্ত করে।

ফেনী : সদর উপজেলার লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ মঞ্জুরুল আলম মঞ্জু (৪৯) নামে একজন নিহত হয়েছে। সে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার আবদুল করিমের ছেলে। র্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, মঞ্জু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ইয়াবার গডফাদার।

র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্য, চট্টগ্রাম থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাওয়ার খবরে ফেনীর লেমুয়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। ভোরের দিকে মাদক ব্যবসায়ীরা সেখানে পৌঁছে র্যাবকে দেখে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মঞ্জু গুলিবিদ্ধ হয়। ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর : জেলার বিরামপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ প্রবাল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। সে বিরামপুরের দক্ষিণ দামোদারপুর (বাসুদেবপুর) গ্রামের খলিল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে।

বিরামপুর থানার ওসি আবদুস সবুরের ভাষ্য, পৌর এলাকার মনিপুর বলোকায় সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ৩টার দিকে ওই এলাকায় অবস্থান নিয়ে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রবালকে পাওয়া যায়। ভোরের দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খান (৩৩) নামে একজন নিহত হয়েছে। সে রাজধানী ঢাকার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আড়াইহাজার উপজেলার শিমুলতলী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে জানিয়ে র্যাব বলছে, টঙ্গী, গাজীপুর ও কালিয়াকৈর এলাকায় মাদকের কারবার নিয়ন্ত্রণ করে আসছিল বাচ্চু খান।

র্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, মাদকের একটি বড় চালান যাবে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোরের দিকে শিমুলতলী এলাকায় অভিযানে যায়। র্যাব সদস্যরা একটি নিশান গাড়িকে থামার সঙ্কেত দিলে তিন মাদক ব্যবসায়ী গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও তখন পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে বাচ্চু খানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। মেজর ইশতিয়াক বলেন, এ অভিযানে আক্কাস (৩৫) নামে এক র্যাব সদস্য আহত হয়েছেন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার বাঞ্ছারামপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধন মিয়া (৩৫) নামে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। তার স্ত্রীকে র্যাব আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনারামপুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-১০-এ দায়িত্বরত অতিরিক্ত এসপি মহিউদ্দিন ফারুকী জানান।

নিহত ধন মিয়া বাঞ্ছারামপুরের মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, মাদকের একটি চালান যাওয়ার খবরে র্যাবের একটি দল ভোর রাতে উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থান নেয়। ধন মিয়া ও তার স্ত্রী মাদকের চালান নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালালে ধন মিয়া নিহত হয়। র্যাব সদস্যরা ধন মিয়ার স্ত্রী আরজিনা বেগমকে আটক করে এবং ১১ হাজার ৭০০ ইয়াবা, ৪৮ হাজার ৭০০ টাকা, একটি পিস্তল উদ্ধার করে। ওই দম্পতির ব্যবহূত প্রাইভেটকারটি র্যাব জব্দ করেছে বলেও মহিউদ্দিন ফারুকী জানান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads