• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যশোরে ‘গণপিটুনি’তে দুই ডাকাত নিহত

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যশোরে ‘গণপিটুনি’তে দুই ডাকাত নিহত

প্রতীকী ছবি

অপরাধ

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যশোরে ‘গণপিটুনি’তে দুই ডাকাত নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

নারায়ণগঞ্জ ও যশোরে পৃথক ঘটনায় দুই ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন ওরফে টাওয়ার সুমন (৪০) এবং যশোরে কথিত গণপিটুনিতে বুলি (৪১) নামে ডাকাতের মৃত্যু হয়। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর-

নারায়ণগঞ্জ : সোনারগাঁ উপজেলার শান্তিবাজারে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন ওরফে টাওয়ার সুমনের মৃত্যু হয়। এ সময় মজিদ (৩৫) নামে এক ডাকাতকে আটক করা হয়। পুলিশের দাবি, নিহত সুমন সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য।

সোনারগাঁ থানার ওসি মো. মোর্শেদ আলম জানান, বারদী ইউনিয়নের শান্তিবাজার এলাকায় একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে এমন খবরে ভোর ৫টায় অভিযানে নামে পুলিশ। ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সুমনের গুলিবিদ্ধ লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর : যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় সোমবার গভীর রাতে কথিত গণপিটুনিতে ‘ডাকাত সদস্য’ বুলি মারা যায়। সে জেলার সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানিয়েছেন, রাত ২টার দিকে একদল ডাকাত যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর মাজারের পাশে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির চেষ্টা করে। ডাকাতদের কবলে পড়া লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বুলিকে ধরে পিটুনি দেয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বুলিকে উদ্ধার করে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত বুলির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় দুটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads