• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মিরপুরে শ্বশুরবাড়িতে যুবকের লাশ

গতকাল শনিবার ভোরে শ্বশুরবাড়ি থেকে জিনজিরাজ হাসান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতীকী ছবি

অপরাধ

মিরপুরে শ্বশুরবাড়িতে যুবকের লাশ

ডেমরায় ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন ২০১৮

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় গতকাল শনিবার ভোরে শ্বশুরবাড়ি থেকে জিনজিরাজ হাসান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, বউ-শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে হাসানকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হাসানের স্বজনরা জানান, তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তিনি দীর্ঘদিন ধরে কাজীপাড়ায় একটি সুপার শপে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন। গত ফেব্রুয়ারি মাসে হাসিনা আক্তার তৃণা (৩১) নামে এক নারীকে বিয়ে করেন তিনি।

নিহতের ভাগ্নে রাজিব জানান, তার মামার বিয়ে হয়েছে এ বছরের ফেব্রুয়ারি মাসে। তৃণার আগেও বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্ত্রীর আগের সংসারের সন্তানকে নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। এজন্য হয়তো তারা (শ্বশুরবাড়ির লোকজন) তার মামাকে মেরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকালে শ্বশুরবাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসানকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চুু মিয়া জানান, সকালে ডেমরার রূপসী পল্লী এলাকায় একটি ৯ তলা ভবনের ছাদে নির্মাণকাজ করার সময় ভবন থেকে পড়ে যান হাবিব। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত হাবিবের বাড়ি পটুয়াখালী হলেও তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads