• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
একরামুলের বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

সংরক্ষিত ছবি

অপরাধ

একরামুলের বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গতকাল রোববার দুপুরে টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর একরামুল হকের বাড়ি পরিদর্শন করেছেন। এ সময় তিনি একরামুলের মা হাফেজা খাতুনের সঙ্গে কথা বলেন এবং তাকে সমবেদনা জানান। তিনি বলেন একজন বিচারককে দিয়ে এ ঘটনা তদন্তের জন্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি। হাফেজা খাতুন সন্তান হত্যার বিচার দাবি করেন। একরামুলের স্ত্রী ও দুই মেয়ে এ সময় বাড়িতে ছিলেন না। ঘটনার কয়েক দিন পর থেকে তারা চট্টগ্রামে অবস্থান করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে কমিশন প্রতিবাদ জানায়। আমাদের সংবিধান ও  প্রচলিত আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে কীভাবে অভিযান চালাতে হবে। সেগুলো অনুসরণ করতে হবে।

তিনি আরো বলেন রাষ্ট্র সন্দেহভাজনদের ধরার চেষ্টা করবে, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা যাতে সঠিক হয়। যাচাই-বাছাই করে অভিযান চালাতে হবে। আইনের বিধিবিধান মেনে চলতে হবে।

আইনের বাইরে গিয়ে কোনো মানুষ যাতে মৃত্যুবরণ না করে সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। একরামুল হক নিহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে বলে সরকারের কাছে তিনি দাবি জানান। এ সময় মানবাধিকার কমিশন সদস্য মো. নজরুল ইসলাম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads