• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নওগাঁয় গাছে বেঁধে দম্পতি নির্যাতন

মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে দম্পতিকে নির্যাতন অভিযোগ

সংগৃহীত ছবি

অপরাধ

নওগাঁয় গাছে বেঁধে দম্পতি নির্যাতন

গ্রেফতার ৬

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

নওগাঁর পোরশায় অনৈতিক কাজের অভিযোগ এনে এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার দম্পতি উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাবু ও তার স্ত্রী সুলতানা বেগম। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ায় স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে এ ঘটনায় পোরশা থানায় মামলা হলে পুলিশ মূলহোতা ওই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ও তার ভাই আনিছুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করে। এ নির্যাতনের ঘটনা ঘটে গত ১৫ জুন শুক্রবার।

এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে আমিনুরসহ কয়েকজন অভিযোগ আনে বাবু তার স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে অর্থ উপার্জন করে। ঈদের দুদিন আগে গত ১৫ জুন দুপুরে গ্রামের আমিনুর ইসলামের নেতৃত্বে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ ১২-১৫ জন নারী-পুরুষ বাবু ও তার স্ত্রী সুলতানাকে তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। এ সময় তাদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর দরিদ্র এই দম্পতিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। প্রভাবশালীদের দাপটে এ সময় তাদের উদ্ধারে গ্রামের কেউ এগিয়ে আসার সাহস পায়নি।

নির্যাতনের পর তারা সেখান থেকে চলে গেলে গ্রামবাসী তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগীরা থানা পুলিশকে না জানিয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। এরপর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে বিষয়টি অবগত হয়। পুলিশ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত বুধবার রাতে নির্যাতিত বাবু বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে পোরশা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, শুনেছি বাবু তার স্ত্রী সুলতানাকে দিয়ে এলাকায় অনৈতিক কার্যক্রম চালাত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে দ্বন্দ্ব হয়। ঘটনাক্রমে এলাকাবাসী একত্রিত হয়ে স্বামী-স্ত্রীকে মারপিট করে। তবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা ঠিক হয়নি।

পোরশা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তাদের উদ্ধার করা হয়েছে। বাবু গত বুধবার রাতে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ঘটনার মূলহোতাসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads