• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ছয় মাসের অন্তঃসত্তা গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি

অপরাধ

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদকের টাকা না দিতে পারায় সাহেরা বেগম (২৪) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকা এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করছে।

নিহত সাহেরা ওই এলাকার আপেল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আপেল মিয়া পলাতক রয়েছে।

আড়াইহাজার থানার এস আই আবুল কাসেম জানান, দুই বছর আগে ধোপারটেক গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সাহেরা আক্তারের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য সাহেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো আপেল। এর মধ্যে সাহেরা অন্তঃসত্ত্বা হয়ে পরে। শুক্রবার রাতে মাদকের টাকা না দিতে পারায় ফের বাকবিতণ্ডার পর সাহেরা ঘুমিয়ে পড়ে। পরে স্বামী আব্দুর রাজ্জাক ঘুমন্ত সাহেরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শনিবার সকালে পরিবারের সদস্যরা খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত সাহেরা ছয় মাসের অন্তঃসত্তা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads