• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
খেয়ালখুশিমতো বিল করেন ওয়াসার পরিদর্শকরা দিচ্ছেন ভুতুড়ে বিলও

লোগো ওয়াসার

অপরাধ

মডস ৬ অফিসে দুদকের হানা

খেয়ালখুশিমতো বিল করেন ওয়াসার পরিদর্শকরা দিচ্ছেন ভুতুড়ে বিলও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

মিটার পরীক্ষা না করেই খেয়ালখুশিমতো বিল করছেন ঢাকা ওয়াসার পরিদর্শকরা। দিচ্ছেন ভুতুড়ে বিল। ক্ষুদ্র এবং বৃহৎ প্রতিষ্ঠানের বিলের ব্যবধানের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। উৎকোচের বিনিময়ে কারসাজি করছেন পানি সরবরাহেও। এসব অনিয়ম পাওয়া গেছে ঢাকা ওয়াসার মডস জোন-৬-এ।

গতকাল রোববার রাজধানীর ফকিরাপুলস্থ কার্যালয়ে হানা দিয়ে এর সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম হানা দেয়। এ বিষয়ে দুদকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার হটলাইন নম্বর ‘১০৬’-এ অভিযোগ আসে, ঢাকা ওয়াসার মডস জোন-৬-এ ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সংস্থার এনফোর্সমেন্ট কমিটি পুলিশসহ ৬ সদস্যের টিম গঠন করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসে পাঠায়। টিমটি ওয়াসা অফিস পরিদর্শন করে বেশকিছু অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির ক্ষেত্র চিহ্নিত করে। এর মধ্যে রয়েছে পানি বিতরণ এলাকাভেদে সমান পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ওয়াসার পাম্প অপারেটররা উৎকোচের বিনিময়ে পানি সরবরাহে কারসাজি করছে। অফিসে কোনো সিটিজেন চার্টার নেই। হেল্পডেস্ক থাকলেও ৪-৫ মাস আগের অভিযোগেরই নিষ্পত্তি হয়নি। মডস জোন-৬-এ রাজস্ব অফিসে দৈবচয়ন ভিত্তিতে কতিপয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিল পরীক্ষায় গুরুতর অনিয়ম ধরা পড়ে। বিল পর্যালোচনায় দেখা যায়, কোনো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাসওয়ারি বিলের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। বৃহৎ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের বিলের ব্যবধানের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এসব অনিয়মের বিষয়ে দুদক টিম উপস্থিত রেভিনিউ ইন্সপেক্টরদের সঙ্গে কথা বলে। এতে টিমের সদস্যরা নিশ্চিত হন, রাজস্ব পরিদর্শকরা নিয়মিত মিটার পরীক্ষা না করেই খেয়ালখুশিমতো বিল করেন। এতে সরকার বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাহকও প্রতিনিয়ত ভুতুড়ে বিলে হয়রানির শিকার হচ্ছেন। নির্বাহী প্রকৌশলীসহ উপস্থিত রাজস্ব কর্মকর্তারা এসব অনিয়ম-দুর্নীতির কথা স্বীকার করেন। সে ক্ষেত্রে দুদক টিমের সদস্যরা পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারি দেন। এ সম্পর্কে দুদকের এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ঢাকা ওয়াসায় সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এসব অনিয়মের অবসান ঘটাতে হবে। তবে জনস্বার্থে দুদক অভিযান অব্যাহত রাখবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads