• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
অভিযুক্ত প্রেমিক মৌলভীবাজারে গ্রেফতার

মোহাম্মদপুরে পানির ড্রামে গলিত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

ছবি : সংগৃহীত

অপরাধ

পানির ড্রামে নারীর লাশ

অভিযুক্ত প্রেমিক মৌলভীবাজারে গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

প্রেমিকাকে হত্যা করে পানির ড্রামের ভেতরে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, অভিযুক্ত সেলিমকে গত রোববার মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বি-ব্লকের একটি বাসা থেকে আঁখি নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পরিচয়দানকারী সেলিম পলাতক ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা উদ্যান এলাকার ওই বাড়ির যে কক্ষে লাশ পাওয়া যায়, সেটি গত জানুয়ারি মাসে সেলিম নামে একজন ভাড়া নেন। নিহত নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানতেন প্রতিবেশীরা। গত দুই-তিন দিন ধরে ওই দম্পতির কাউকে দেখেননি স্থানীয়রা। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই ঘর থেকে দুর্গন্ধ এলে প্রথমে বিষয়টি আমলে নেননি বাসার লোকজন। দুর্গন্ধ তীব্র আকার ধারণ করলে পুলিশে জানান তারা। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেলিমের কক্ষে থাকা একটি ড্রামের ভেতর থেকে ওই নারীর গলিত লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব মিয়া জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুনের ঘটনায় সেলিমের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। পরে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সেলিম জানিয়েছেন, গত ২৪ অক্টোবর সকালে প্রেমিকা আঁখিকে শ্বাসরোধে হত্যা করে সে। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে বাথরুমে থাকা পানির ড্রাম খালি করে তাতে লাশ ঢুকিয়ে রাখে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads