• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
কলমকান্দায় বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে : আটক ৩

আটককৃত তিনজন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কলমকান্দায় বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে : আটক ৩

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের পাশে পাওয়া সেই অজ্ঞাত বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে। তার নাম নাঈম মিয়া (২৭)। পেশায় পিকআপ চালক। সে গাজীপুর জেলার শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার কলমাকান্দা থানায় তার বাবা নাসির উদ্দিন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, জেলার কলমাকান্দার সাউদপাড়া কুয়ারপুর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫), ফেনীর দাগনভুইয়ার মোস্তফার ছেলে মাঈন উদ্দিন (২৩), কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. শহীদুল ইসলাম ওরফে নান্টু (২১)। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের নাঈম মিয়া গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ পিকাপ ছিনতাইকারী চক্র পিকাপসহ ওই যুবককে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ বস্তায় ভরে জেলার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের পাশে বামনী নামক স্থানে ডোবায় ফেলে চলে যায়। ছিনতাইকারীরা পিকাপটি পাশ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কালাগড় নামক স্থানে নিয়ে যায়। বুধবার বামনী এলাকায় দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী কলমাকান্দা থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ছিনতাই চক্রটি বুধবার কালাগড় থেকে পিকাপটি আনতে গেলে তাদের আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে স্থানীয় মধ্যনগর থানা পুলিশে সোপর্দ করে। ওইদিন রাতেই মধ্যনগর থানা পুলিশ আটক হওয়া তিনজনকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং পিকাপটি জব্ধ করে স্থানীয় উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেনের জিম্মায় রেখে দেয়। লোকমূখে খবর পেয়ে নিহতের বাবা মা ওইদিন রাতেই কলমাকান্দায় আসেন এবং পোশাক দেখে ছেলের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে কলমাকান্দা থানায় রায়হান মিয়া, মাঈন উদ্দিন ও  মো. শহীদুল ইসলাম ওরফে নান্টুর বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। কলমাকান্দা থানা পুলিশ আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।  

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads