• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
রাজৈরে পুলিশের বিরুদ্ধে হাফেজকে মাদক মামলায় ফাসানোর অভিযোগ

অভিযুক্ত এসআইয়ের অপসারন দাবীতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রাজৈরে পুলিশের বিরুদ্ধে হাফেজকে মাদক মামলায় ফাসানোর অভিযোগ

বিক্ষোভ মিছিল ও অভিযুক্ত এসআইয়ের অপসারন দাবী

  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

রাজৈর (মাদারীপুর ) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের অন্তর (১৩) নামের এক কিশোরকে মিথ্যা মাদক মামলায় ফাসানোর অভিযোগে রাজৈর থানার এস আই নজরুলের বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নৌ-মন্ত্রীর কাছে বিচার দাবী করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকালে রাজৈর উপজেলা সদরে। লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর মজুমদারকান্দি গ্রামের মৃত রজব আলী মোল্লার ছোট ছেলে কোরআনে হাফেজ মেহেদী হাসান অন্তরের সাথে দক্ষিণ রাজৈর গ্রামের ননী বৈরাগীর ছেলে নন্দন বৈরাগীর চাল কেনা-বেচা নিয়ে রাজৈর বাজারে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে বাজারের দোকানদাররা অন্তরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে রাজৈর থানার এসআই নজরুল অন্তরকে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক মামলায় আটক দেখিয়ে কোর্টে চালান করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে নৌ-মন্ত্রীর নির্বাচনী প্রচারণা চালানোর সময় গতকাল বুধবার বিকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ রাজৈর বাসষ্ট্যান্ডে এসে নৌ-মন্ত্রীর কাছে সুষ্ঠ বিচার দাবী করে। এ সময় নৌ-মন্ত্রী তাদের সুষ্ঠ বিচারের আশ্বাস দেন। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে এলাকার অনেককেই মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে রাজৈর পৌর মেয়র ও বণিক সমিতির সভাপতি শামীম নেওয়াজ মুন্সী জানান, ননীর ছেলেকে মারার কারনে অন্তরকে দোকানদাররা ধরে পুলিশে সোপর্দ করে। পরে অভিভাবকরা সালিশ মিমাংসার মাধ্যমে যেনো থানা থেকে ছাড়িয়ে আনতে পারে। অভিযুক্ত এস আই নজরুল ইসলাম জানান, ‘আমাদের দেখে অন্তর দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা দৌড়ে পশু হাসপাতালের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করি’।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, ‘বিষয়টি আমি শুনেছি। এখন ব্যস্ত আছি ,পরে কথা বলবো’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads