• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
পত্নীতলায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের মূল হোতা আটক

পত্নীতলায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের মূল হোতা জাহান আলীকে আটক করেছে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পত্নীতলায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের মূল হোতা আটক

  • পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

নওগাঁর পত্নীতলা উপজেলায় গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার মাছ বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বিদ্যুৎ চালিত গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার একটি সংঘবদ্ধ চক্র চুরি করে সু-কৌশলে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তা ফেরৎ দেয়ার ঘটনায় ওই সংঘবদ্ধ চক্রের মূল হোতা কে আটক করেছে পুলিশ।

র্দীঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালিত নলকুপের মিটার গুলো চুরি হতে শুরু করে। তবে চক্রটি সু-কৌশলে পরবর্তীতে ওইসব কৃষকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবী করে মিটার ফেরৎ দেয়ার আশ্বাস দিলে কৃষকরা বড় অংকের টাকার বিনিময়ে তাদের চুরি যাওয়া মিটার গুলো কেউ কেউ ফেরৎ পেয়েছে বলেও জানা গেছে। চুরি যাওয়া স্থানে পলিথিনের মধ্যে সাদা কাগজে একটি চিরকুটে মোবাইল নম্বার দিয়ে সেটিতে যোগাযোগ করতে বলা হতো। উক্ত নম্বরে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে ৫ থেকে ৭ হাজার টাকা দিলে মিটার ফেরত দেবে বলে জানাতো চক্রটি । এতে এলাকায় কৃষকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো।

এমন অভিযোগের প্রেক্ষিতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী সঙ্গিয় ফোর্স নিয়ে তদন্তে নামে পত্নীতলা থানা পুলিশ। পরে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি মোবাইল ফোন,৯টি কাচি,২টি চাকু,২টি সীম কার্ড এবং চুরি হওয়া ৬টি মিটার সহ মো.জাহান আলী(৪০) নামে চক্রের মূল হোতা কে আটক করা হয়েছে। আটককৃত জাহান আলী বগুড়ার আদমদীঘি উপজেলার ছতিয়ান গ্রামের ছহির উদ্দিনের পুত্র। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে মিটার চুরির সংঘবদ্ধ চক্রটির মূল হোতা কে আটক করা হয়েছে। আটক করার পর এই চক্রের সাথে আর কে কে জরিত আছে এবং চুরি হওয়া মিটার গুলি কোথায় আছে সেগুলি বের করার অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads