• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রতীকী ছবি

অপরাধ

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

কক্সবাজারে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন বিজিবি জানিয়েছে, এই ঘটনায় তাদের দুই সিপাহী আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার কুড়াবুজ্জা পাড়ার নৌঘাট এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা,১টি দেশীয় তৈরি বন্দুক,২ রাউন্ড কার্তুজ, ২টি ধারালো কিরিচ এবং পাচারে ব্যবহার হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

নিহত ব্যক্তির নাম ইব্রাহিম। বিজিবির দাবি, ইব্রাহিম মাদক কারবারি ছিলেন।

বিজিবি জানিয়েছ, মাদক কারবারীরা সাবরাং খুরের মুখ মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইয়াবা পাচার করবে- এমন গোপন সংবাদের তথ্য অনুযায়ী বিজিবি একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে সাবরাং খুরের মুখ এলাকা থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর চেষ্টা করে। এসময় ওই অটোরিকশার ভেতরে থাকা মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।৫/৬ মিনিট ধরে গুলিবিনিময় চলতে থাকে। একপর্যায়ে মাদক কারবারীরা পিছু হটে সু-কৌশলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক বলেন, মাদক কারবারীদের ছোড়া গুলিতে বিজিবির ইমরান,আহসান নামে ২ সিপাহী আহত হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads