• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অপরাধ

মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাব। কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিজ কার্যালয়ে আত্মগোপন থাকাবস্থায় মঞ্জুকে গ্রেপ্তারের করা হয়। গ্রেপ্তারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজি,অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের অভিযোগে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। অবশ্য তিনি তা অস্বীকার করেছেন।সম্প্রতি দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে নতুন করে তার নাম সামনে আসে।

সিটি করপোরেশনের সভায় অনুপস্থিতির কারণে এ সপ্তাজের শুরুতে যে দক্ষিণ সিটির যে ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছে, তাদের মধ্যে মঞ্জু একজন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads