• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে ফের দলবদ্ধ ধর্ষণ, ৯৯৯ এ  ফোন দিয়ে উদ্ধার হলো নারী

প্রতীকী ছবি

অপরাধ

শ্রীপুরে ফের দলবদ্ধ ধর্ষণ, ৯৯৯ এ  ফোন দিয়ে উদ্ধার হলো নারী

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০২০

গাজীপুরের শ্রীপুরে ফের দলববদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার ভিন্ন স্থানে এ দুটি গণধর্ষণের ঘটনা ঘটেছে । নির্যাতনের শিকার এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে। পরে এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অপর ঘটনায়  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় বাসা ভাড়া নিতে গিয়ে সোমবার দুপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক কারখানা নারী শ্রমিক। নির্যাতনের পর  ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তাকে উদ্ধার করে। এ সময় উত্তর পাড়া গ্রামের শাওন নামের একজনকে আটক করা হয়।  শাওন ওই গ্রামের মোহাম্মদ ওয়াদুদ মিয়ার ছেলে।

অপর দিকে  সোমবার দুপুরে বর্মী এলাকার এক নারী তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো তিনজনকে যুক্ত করে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ বিষয়টি তদন্ত করছে। থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,  ওই নারী বর্মী বাজার থেকে গত ২৩ আগস্ট রাত সাড়ে আটটায় বাড়ি ফিরছিলেন।  এ সময় আটকে নির্জনে নিয়ে ৬ জন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, দুটি ঘটনার বিষয়েই আইনগত কার্যক্রম চলমান আছে। একজন আটক আছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads