• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ট্রেনের ইঞ্জিনে মিলল ফেনসিডিল,২ লোকোমাস্টার আটক

প্রতীকী ছবি

অপরাধ

ট্রেনের ইঞ্জিনে মিলল ফেনসিডিল,২ লোকোমাস্টার আটক

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০২০

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প সদস্যরা।এ ঘটনায় দুই লোকোমাস্টারকে আটক করা হয়েছে। তারা হলেন- হায়দার আলী (৪০) ও শাহিনুর রহমান (৩০)। তারা রেলওয়ের পার্বতীপুর লোকোমোটিভের মাস্টার।

রেলওয়ের পাকশী বিভাগীয় নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার উপসহকারী পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান জয়পুরহাট র‌্যাব ৫-এর বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব, আরএনবি ও রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকালে মালবাহী ট্রেন (বিটিও এমটি) পার্বতীপুর থেকে জ্বালানি তেল নিয়ে খুলনার দিকে রওনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাল-৫ সদস্যরা জানতে পারেন ওই মালবাহী ট্রেনের ইঞ্জিনে ফেনসিডিলের বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে আটকের নির্দেশ দেন। তখন র্যা বের একটি দল ট্রেনের পিছু নিয়ে দুপুরে ঈশ্বরদী স্টেশনে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে দুই লোকোমাস্টারকে আটক করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান বলেন, ঈশ্বরদী স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি থানা পুলিশ ও রেলওয়ের গোয়েন্দা শাখার সদস্যদের উপস্থিতিতে ইঞ্জিন থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মালবাহী ট্রেনের দুই লোকোমাস্টারকে আটক করা হয়; একই সঙ্গে ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য অপর দুই লোকোমাস্টারকে বুঝিয়ে দেয়া হয়।

র‌্যাব উদ্ধার হওয়া ফেনসিডিল ও আটক দুজনকে জয়পুরহাট ক্যাম্পে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads