• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

অপরাধ

হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০২১

নোয়াখালী সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একদিন বযসী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। নবজাতকটি ছিলো ছেলে বাচ্চা।

গতকাল বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের ২নং গাইনি ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি যাওয়া ওই নবজাতক আব্দুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে। তারা নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের সন্তান সম্ভবা স্ত্রী জুলেখা বেগমকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে গাইনি ওয়ার্ডে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাচ্চাকে রেখে হাসপাতালের টয়লেটে যান জুলেখা। একটু পর ফিরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই।

নবজাতকের স্বজনরা জানান, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা যায় চুরি করা ওই নারী সকাল থেকে ওই কক্ষে ঘোরাঘুরি করছিলো। তাকে সনাক্ত করলে নবজাতকটি উদ্ধার হবে বলেও তারা জানান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও জানান, নবজাতকের মা জুলেখা বেগম শিশুকে বেডে রেখে ওয়াশ রুমে গেলে শিশুটি চুরি হয় যায়।এরপর থেকে ঘণ্টা দুয়েক ধরে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্ধ্যান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে আমরা হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানিয়েছি।

সুধারাম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নবজাতক চুরির বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাহচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads