• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বিআইএফএফএল এক্সপো হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

বিআইএফএফএল এক্সপো হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৮

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি সরবরাহকারীদের তথ্য উপস্থাপন  এবং উদ্ভাবনী ব্যবসায়িক সমাধান তুলে ধরতে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বিআইএফএফএল গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো-২০১৮’ শীর্ষক মেলা ৪-৭ অক্টোবর একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিআইএফএফএল পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করছে।

কনভেনশন ও প্রদর্শনীর পাশাপাশি দেশের জ্বালানি ও প্রযুক্তি খাত বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার, ব্যাংকার, নিয়ন্ত্রক এবং ব্যবহারকারীদের সমন্বয়ে তিনটি সেমিনার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads