• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ভ্যাট সপ্তাহ শুরু হচ্ছে সোমবার

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

ভ্যাট সপ্তাহ শুরু হচ্ছে সোমবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

সারা দেশে সপ্তাহব্যাপী আয়কর মেলার পর এবার শুরু হচ্ছে মূল্য সংযোজন কর (মূসক), যা ভ্যাট হিসেবে অধিক পরিচিত সপ্তাহ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে প্রতিবছরের ১০ ডিসেম্বর ভ্যাট দিবস পালিত হয়। একই দিনে ভ্যাট সপ্তাহ শুরু হয়ে চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

এনবিআর থেকে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাতে আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। গত মাসের মাঝামাঝিতে এনবিআর আয়োজন করে আয়কর মেলা। দেশব্যাপী মেলা থেকে আদায় হয় আড়াই হাজার কোটি টাকা।   

জানা গেছে, এবার মেলার আয়োজন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান।   

এ ছাড়া কাল সোমবার বিকাল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেওয়া হবে। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংশ্লিষ্টরা বলেন, দেশের কর ব্যবস্থাপনাকে আরো বেশি জনবান্ধব করতে এনবিআর কাজ করছে।

সাধারণ করদাতারা যাতে নির্ভয়ে কর দিতে এগিয়ে আসেন তার জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছে রাজস্ব প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads