• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দিনব্যাপী সম্মেলন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

শুরু হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩ তম জাতীয় সম্মেলন ও নির্বাচন। ২ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল সকাল ১০টায় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে শুরু হয় সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও সারা যাকেরসহ অনেকে।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের এবারের নির্বাচনে স্বনামধন্য বিভিন্ন থিয়েটার দলের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নিচ্ছেন নবীন অনেক নাট্যদলের প্রতিনিধিরা। এ নির্বাচনে প্রত্যক্ষভাবে কোনো প্যানেল না থাকলেও পরোক্ষভাবে দুটি প্যানেল নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও লোকনাট্যদল প্রধান লিয়াকত আলী লাকী এবং নাট্যজন ঝুনা চৌধুরী। সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে বর্তমান সাধারণ সম্পাদক আকতারুজ্জামানের নাম। পাশাপাশি তালিকায় রয়েছেন কামাল বায়জিদ। সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন গিয়াস আহমেদ ও চন্দন রেজা। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তপন হাফিজ। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউল হাসান জিয়া। অর্থ সম্পাদক পদে মীর জাহিদ ও রফিক উল্লাহ সেলিম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন নাট্যজন এসএম মহসীন।

সারা দেশের প্রায় তিন শতাধিক নাট্যদল নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads