• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সাবার ‘দেখ চেয়ে’

গায়িকা সাবরিনা সাবা

ইন্টারনেট

আনন্দ বিনোদন

সাবার ‘দেখ চেয়ে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে ‘পৃথিবী অনেক বড়’ গানটি দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন সাবরিনা সাবা। বলা যায়, এই গানটি দিয়েই তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেন। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দেখ চেয়ে’ শিরোনামে তার নতুন গানের মিউজিক ভিডিও। গানটিতে সাবার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন শিবলু মাহমুদ। লিখেছেন রাফিউজ্জামান। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হুমায়ূন কাবেরি।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে সাবা বলেন, ‘গানের কথার সঙ্গে সমন্বয় রেখে নির্মাতা অনেক সুন্দর একটি গল্প বলেছেন এই মিউজিক ভিডিওতে। এরই মধ্যে দর্শক-শ্রোতার কাছ থেকে মিউজিক ভিডিওটির জন্য বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে, গান ভালো হলে শ্রোতারা সেটি গ্রহণ করবেই আমি মনে করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads