• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
স্কাইম্যান সজল

অভিনেতা সজল

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

স্কাইম্যান সজল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

‘স্কাইম্যান’ শিরোনামের একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সজল। এতে তার বিপরীতে রয়েছেন ইশানা। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মৃত্তিক মিরাজ। নাটকটি প্রযোজনা করেছেন এমএ আউয়াল।

গল্পে দেখা যাবে, হীরা গ্রহ থেকে একটি প্রাণী বাংলাদেশের এক গ্রামে আসে। কেউ তার কাছে যেতে পারে না, কারণ সে সৎ ও সত্যবাদী মানুষ প্রাণীদেরকেই শুধু কাছে আসতে দেয়। এদিকে তাকে কেন্দ্র করে শুরু হয় নানা ধরনের ব্যবসা। কেউ পানি পড়া বিক্রি করছে, কেউ আবার তাবিজ, কেউ রসুন পড়া, কেউ সুতা পড়ে দিচ্ছে, কেউ দূরবীনের ব্যবসা, কেউ কালো চশমার ব্যবসা, কেউ আবার আলোর প্রতিফলক হেলমেট ভাড়া দিচ্ছে। মোটকথা তাকে কেন্দ্র করে জমজমাট ব্যবসায় মেতে উঠেছে গ্রামের সবাই। গ্রামের চেয়ারম্যানের টার্গেট, স্কাইম্যানের কাছে থাকা হীরাটা কীভাবে আনা যায়। এই নিয়ে চলে ষড়যন্ত্র।

পরিচালক মৃত্তিক মিরাজ বলেন, ‘নাটকের গল্প আবর্তিত হয়েছে সততার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে। ঈদ অনুষ্ঠানমালায় ব্যতিক্রমধর্মী গল্পে এ নাটকটি আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। নাটকটিতে সবাই খুব ভালো অভিনয় করেছে। আশা করছি দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।’

এতে আরো অভিনয় করেছেন— মাহমুদুল ইসলাম মিঠু, শামীম আহমেদ, সুষমা সরকার, আদৃতা, সাঈদ, রিফাত, রনি শীলসহ অনেকে। ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads