• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
দৃষ্টির পথচলা

নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম দৃষ্টি

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

দৃষ্টির পথচলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

ছোটবেলা থেকেই নাচ করতে পছন্দ করেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম দৃষ্টি। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ভর্তি হন শিশু একাডেমিতে। অলিভ ইসলামের ‘বাংলাদেশ নৃত্য রং অর্গানাইজেশন’-এ শেখেন ক্লাসিক্যাল নাচ। এখান থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে ও বিদেশ ভ্রমণের সুযোগ হয় তার। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন স্কুলভিত্তিক থানা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকনৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন দৃষ্টি।

বর্তমানেও নাচ নিয়েই তার ব্যস্ততা। ক্লাসিক্যাল ড্যান্সের পাশাপাশি তিনি এখন রয়েছেন ‘স্কাই ড্যান্স কোম্পানিতে’ নাচের শিক্ষিকা ও অ্যাসিসট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর হেড-কোয়ার্টার্সে দীর্ঘদিন ধরে নাচের শিক্ষিকা হিসেবে কাজ করছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশকিছু সম্মাননা। দৃষ্টি বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি সত্যিই অনেক অনুপ্রেরণার। পুরস্কার কাজের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়।’ আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে বেশকিছু অনুষ্ঠানে নাচ করতে দেখা যাবে দৃষ্টিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads