• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
নাদিয়া-লিখনের ‘পাঁচ রঙ’

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যজুটি নাদিয়া ও লিখন

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

নাদিয়া-লিখনের ‘পাঁচ রঙ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

একটা সময় ছিল যখন মানুষ অঙ্গভঙ্গির মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করত। কালের বিবর্তনে যা নৃত্যে পরিণত হয়েছে। যে অনুভূতি মুখে প্রকাশ করা যায় না, তা নৃত্যের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়া যায়। আর মনের ভাব প্রকাশের এই মাধ্যমটি সাড়া বিশ্বেই শক্তিশালী শিল্পকলায় পরিণত। আর এই শিল্প মাধ্যমটিকে সমৃদ্ধ করার পাশাপাশি টিভি দর্শকদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পাঁচ রঙ’। এলিনা শাম্মীর উপস্থাপনা এবং হাসান ইমামের নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যজুটি নাদিয়া ও লিখন। পোড়ামন-২ ছবির গান ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন এই জুটি। শাহ আলম সরকারের কথা ও সুরে এবং ইমন সাহার সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।

অনুষ্ঠানটি ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দশম দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। এ অনুষ্ঠানে নাদিয়া-লিখন জুটি ছাড়াও নৃত্য পরিবেশন করবেন সোহেল-বারিশ, বিজু-নাবিলা, রাসেল-সুমি এবং তামান্না-সুব্রত জুটি। মূলত পাঁচটি জুটির পাঁচ ধরনের গান নিয়ে সাজানো হয়েছে ‘পাঁচ রঙ’ অনুষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads