• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন-২০১৯

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হলো ‘অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন ২০১৯’। সকালে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের উপস্থিতিতে সদ্য একুশে পদকপ্রাপ্ত তিন বরেণ্য শিল্পী লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকীকে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সার্বিক তত্ত্বাবধানে এবং কার্যনির্বাহী সদস্যদের সার্বিক সহযোগিতায় ‘দ্বিবার্ষিক সম্মেলন ২০১৯’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও অর্থ সম্পাদক তানিয়া আহমেদ প্রতিবেদন পাস করেন।

অভিনয় শিল্পী সংঘের সদস্য ৯৪৩ জন। তবে সম্মেলনে উপস্থিত অভিনয় শিল্পী সংঘের প্রথম সাধারণ সম্পাদক অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ তার বক্তব্যে বলেন, ‘অভিনয় শিল্পী সংঘের কাছে আমার দাবি রইল তারা যেন শিল্পী ও অশিল্পী চিহ্নিত করেন। শুধু তাই নয়, শিল্পীদেরকে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলাটাও জরুরি।’ সম্মেলনের দিনই নতুন নির্বাচন কমিশন গঠিত হয় সৈয়দ হাসান ইমাম, আফরোজা বানু, মো. বারী, কামাল বায়েজীদ, শাহ আলম দুলাল ও এসএ হক অলিককে নিয়ে। সম্মেলনের দিন শিল্পীদের কাছ থেকে স্বঘোষিত অর্থের পরিমাণ থেকেই শিল্পীদের কল্যাণ ফান্ডের জন্য ১৫ লাখ টাকার একটি ফান্ড মৌখিকভাবে উঠে আসে। দ্রুত এই ফান্ড সংগ্রহ করা হবে বলে জানান আহসান হাবিব নাসিম।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন পদে যারা আন্তরিকতা নিয়ে গত দুই বছর দায়িত্ব পালন করেছেন তারা হলেন- সহ-সভাপতি আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলন, রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, দফতর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, প্রচার সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর আয়াজ অনি। আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত চলতি কমিটিই অভিনয় শিল্পী সংঘের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads