• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
‘সিঙ্গেল মাদার’ মম

জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

‘সিঙ্গেল মাদার’ মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম এখন ‘সিঙ্গেল মাদার’। যিনি নিজের সন্তানকে নিয়ে একাই লড়ে যান। বাস্তব জীবনে নয়, এ রকম কাহিনী মমর নারী দিবসের নতুন নাটকে। নাটকের নাম ‘সিঙ্গেল মাদার’।

নানা চরিত্রে অভিনয়ে মমর এমনিতেই জুড়ি নেই। সেই ধারাবাহিকতায় নারী দিবসের এই নাটকে মম সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করলেন। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এখানে মমর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটি নারী দিবস উপলক্ষে আগামী ৯ মার্চ বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

নাটকটি সম্পর্কে মম বলেন, ‘সিঙ্গেল মাদার’-এ বেশ কিছু বাচ্চার সঙ্গে আমাকে কাজ করতে হয়েছে। এখানে মূলত একজন নারীর স্বাধীনতার গল্প বলা হয়েছে। বিয়ের পর যার সংসারে দ্বন্দ্ব শুরু হয়। তারপর সে কীভাবে এটা মোকাবেলা করে সেটাই দেখানো হবে নাটকে।’

ছোটপর্দা, বড়পর্দা সবখানেই দাপটের সঙ্গে অভিনয় করছেন মম। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়ে তিনি শোবিজে পা রাখেন। একে একে ভিন্নধর্মী কিছু কাজ দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই দর্শকনন্দিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের এই মেধাবী শিক্ষার্থী।

অভিনয়ে কখনো ক্লান্ত হন না বলে জানান মম। বলেন, ‘এটা তো বিশাল প্রশ্ন। প্রতিদিন আমি নতুন নতুন চরিত্রের মাধ্যমে নতুন একজন মমকে আবিষ্কার করি। তখন দেখা যায়, কাজ করে যে ক্লান্তিটা থাকে তা হারিয়ে যায়। চরিত্রের সন্ধানে যেতে যেতে ক্লান্তির ছাপটা চলে যায়। বলা যায় প্রতিদিন নতুন নতুন চরিত্রে অভিনয় করা মানে এক প্রকার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমি খুব উপভোগ করি। উপভোগ করতে না পারলে হয়তো ক্লান্তি চলে আসত।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মম বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমি কোনো চিন্তাই করি না। আমি মনে করি বর্তমানটা ঠিকঠাক মতো পরিচর্যা করে চলতে পারলেই ভবিষ্যৎ ভালো হয়ে যায়। এই মুহূর্তের কথাটাই সত্যি, এই মুহূর্তের কাজটাই সত্যি, এই মুহূর্তে যে মানুষটার সঙ্গে আছি, যেমন আছি এটাই সত্যি। এটাই ভালো লাগা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads