• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

প্রথম পৃষ্ঠা

ছাত্রলীগের সম্মেলন ১১ ও ১২ মে

  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় এই সম্মেলনের আগে ২৪, ২৬ ও ২৯ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন হবে। সম্মেলনের স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

সম্মেলনের তারিখ ঘোষণা করে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনের ১০৯টি সাংগঠনিক ইউনিট, ৫০টি আন্তর্জাতিক ইউনিট, অর্ধ সহস্র উপজেলা ইউনিট ও ৪৫৫০টি ইউনিয়ন ইউনিট রয়েছে। ২০১৫ সালের জুলাইয়ে বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রায় সব কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। বেশ কয়েকটি ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান কমিটি কতটুকু সফল- এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো মনে করি শতভাগ সফল। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সব প্রস্তুতি থাকবে। তারপরও আমাদের একমাত্র অভিভাবক শেখ হাসিনা যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ীই সম্মেলন ও সবকিছু হবে।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads