• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
উপহার নিয়ে এসেছি ভোট চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

উপহার নিয়ে এসেছি ভোট চাই : প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

জনসমুদ্রে রূপ নেওয়া ময়মনসিংহের জনসভায় জনতার কাছ থেকে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।

বিকাল ৪টার দিকে শুরু হওয়ায় জনসভায় অংশগ্রহণের আগে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মহানগরীর সার্কিট হাউজ মাঠ থেকে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া বঙ্গবন্ধু নভোথিয়েটার, বিভাগীয় স্টেডিয়াম ও পুরনো ব্রহ্মপুত্র নদ খননসহ ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে বিকাল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করে। পরে তিনি জনসভাস্থলে আসেন। সেখানে সভা মঞ্চের পাশে স্থাপিত অন্য এক মঞ্চ থেকে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবের আমেজ লক্ষ করা যায় নগরীজুড়ে। প্রায় সাড়ে ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে যান। মহানগরী ঘোষণার পর তার প্রথম সফরে সড়ক-মহাসড়কে তোরণ, রঙিন ব্যানার ও বিলবোর্ড আর ফেস্টুনের ছড়াছড়ি দেখা যায়। অলিগলিতেও শোভা পায় শেখ হাসিনার ছবি সংবলিত নানা পোস্টার। পুরো নগরীতে ছিল সাজ সাজ রব। জনসভাস্থলে সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থলে ভিড়ও বাড়তে শুরু করে।

প্রধানমন্ত্রী সার্কিট হাউজ মাঠের জনসভায় দেওয়া তার বক্তব্যে উদ্বোধন করা প্রকল্পগুলোর নাম ধরে ধরে বলেন, ‘আমি ময়মনসিংহ বিভাগের জন্য উপহার নিয়ে হাজির হয়েছি।’ এ সময় শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ দেশ। এজন্য দরকার আওয়ামী লীগের ক্ষমতায় থাকা। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট চাই।’ এ সময় জনসভায় উপস্থিত সবাইকে হাত তুলে ওয়াদা করতে বলেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামী দিনে নির্বাচন। পূর্বে যেভাবে নৌকায় ভোট দিয়েছিলেন, আগামীতেও নৌকায় ভোট দিয়ে দারিদ্র্যসীমা ৫ থেকে ৬ ভাগে নামাতে হবে। সেজন্য আপনাদের সহযোগিতা চাই।’

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের ওপর বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে কারো ওপর নির্যাতন করে না, আওয়ামী লীগ করে উন্নয়ন।’ একই সঙ্গে বিএনপি-জামায়াতের শাসনামলের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘হাওয়া ভবনের খাওয়া মেটাতে গিয়ে দেশের কোনো উন্নয়ন হয়নি, হয়েছে দেশের সব অর্থ পাচার।’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads