• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গাসহ অন্যান্য বিষয় সমাধানে পদক্ষেপ নেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম

সংগৃহীত ছবি

সরকার

রোহিঙ্গাসহ অন্যান্য বিষয় সমাধানে পদক্ষেপ নেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

রোহিঙ্গা সংকটসহ অন্যান্য অসমাপ্ত কাজগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘দুই/তিনটা বিষয় নয়, সবকিছুকে অগ্রাধিকার দেওয়া হবে।’

মঙ্গলবার নিজ দফতরে দ্বিতীয় মেয়াদে প্রথম দিনের দায়িত্ব পালন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকবো তা কিন্তু নয়। যদিও ২০১৭ সালের পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় একটা জায়গা জুড়ে ছিল এই রোহিঙ্গা ইস্যু। তারপরেও আমরা কোনো কিছুতে কমতি দেইনি।’

এর আগে সবকিছু অগ্রাধিকারের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে এ মন্ত্রণালয়ে তিনি একজনই ছিলেন, পরে মন্ত্রী এসেছেন, সচিব মর্যাদার বেশ কয়েকজন কাজ করছে এখানে। তাছাড়া বিসিএসের মাধ্যমেও প্রতিবছর জনবল নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যাদের আরও বেশি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আগামী দিনের অগ্রাধিকার বিষয়গুলো সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক গভীর করবো, এশিয়াতে পশ্চিম ও পূর্ব সম্পর্ক এগিয়ে নিতে চাই। আবার একই সাথে জাতিসংঘে জেনেভা এবং ব্রাসেলসে আমাদের অবস্থান শক্তিশালী করতে চাই।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও গতিশীল হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সকলের কাছে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের ওপর আস্থা রেখেছে বন্ধু রাষ্ট্রগুলোও আস্থা রেখেছে। তাই সবার প্রত্যাশার জায়গাটা বেশি, আমাদের দায়িত্বটাও বেশি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads