• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
মাসুদ বিন মোমেন নতুন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ফাইল ছবি

সরকার

মাসুদ বিন মোমেন নতুন পররাষ্ট্র সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

দীর্ঘদিন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা এম শহিদুল ইসলাম অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, তিনি এশিয়া প্যাসিফিকের সেক্রেটারি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোমেন জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্বদ্যিালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস ৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে চাকরি শুরু করেন। 

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত মোমেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের পরিচালক এবং পররাষ্ট্র সচিবের অফিসে কর্মরত ছিলেন।

তিনি ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে দারিদ্র্য বিমোচনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এরপর  তিনি ২০০৪ থেকে  ২০০৬ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমেসটেক সম্পর্কিত শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মাসুদ বিন মোমেন খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ( ডব্লিউএফপি) এবং কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিলের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এছাড়াও তিনি নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশন এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশ সরকার তাকে  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত নিয়োগ দেয়।

গত বছরের জুলাইয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হক সরকারের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads