• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর ৬০ সদস্য

সংগৃহীত ছবি

সরকার

করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর ৬০ সদস্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২০

দেশে করোনা রোধে সাহসী ভূমিকায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সরকারের পুলিশ বিভাগ। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য সহায়তা সব কিছুতেই এগিয়ে আসছেন তারা। কিন্তু এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বাহিনীটির ষাট জন পুলিশ সদস্য। কেরন্টাইনে আছেন প্রায় সাড়ে ৬'শ। সদর দপ্তরের হিসেবে আক্রান্তের সংখ্যা ৪০।

এদেকে পুলিশের এ মুহূর্তে সামাজিক দূরুত্ব নিশ্চিতের ঘোণষা দিয়েছেন ডিএমপি কমিশনা। ২৭ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগে কর্মরত। ১১ জন গোপালগঞ্জে, ৬ জন নারায়ণগঞ্জে, ৫ জন গাজীপুর মহানগর পুলিশে, ২ জন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, পুলিশ টিঅ্যান্ডআইএম, এপিবিএন ময়মনসিংহ, নৌ–পুলিশ ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্য ও চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা আক্রান্ত বেশি হয়েছেন।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন, তাদের পুলিশের স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে আইইডিসিআরের নিয়ম অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসোলেশনে রাখা হচ্ছে। একই সঙ্গে বলবো, এই সময় পুলিশ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা প্রশংসাযোগ্য। কিন্তু তাদেরও সাবধান থাকতে হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে ভাইরাস থেকে রক্ষা পেতে পুলিশকে আরও নিরাপদ রাখতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

মতিঝিলের এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা সারাক্ষণ রাস্তায় থাকি। কিন্তু কোন পিপিই নাই। এটি থাকলে হয়তো আক্রান্ত আরও কম হতো। মূলত মাস্ক আর হ্যান্ড সেনিটাইজারের ওপর আছি। ’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads