• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

আন্তর্জাতিক

বহিষ্কৃত ছাত্রের গুলিতে নিহত অধ্যক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৮

 

তখন ঘড়িতে বেলা সাড়ে ১১টা। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বৈঠক চলছিল স্কুলে। হঠাৎই সেই ঘরে ঢুকে পড়ে স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্র। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ছাত্র পিস্তল বের করে গুলি করে স্কুলের অধ্যক্ষকে।

পরপর তিনটি গুলি চালানোর পর লুটিয়ে পড়েন অধ্যক্ষ। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরের বিবেকানন্দ স্কুলে। ৬২ বছর বয়সী নিহত অধ্যক্ষের নাম রিতু ছাবরা।

স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্কুলের মধ্যে মারপিট, নিষেধ সত্ত্বেও ফোনে কথা বলা, নিয়মিত গরহাজিরা ইত্যাদি নানা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিন ১৫ আগে ওই ছাত্রকে বহিষ্কার করেন অধ্যক্ষ।

তদন্তকারীদের ধারণা সেই রোষ থেকেই তাকে গুলি করে ওই ছাত্র। অভিভাবক, স্কুল শিক্ষক এবং কর্মীরা ছাত্রটিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রঃ এনডিটিভি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads