• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
রাজধানী ঢাকায় কালবৈশাখীর ঝড়

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানী ঢাকায় কালবৈশাখীর ঝড়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২০

চৈত্রের শেষ সপ্তাহে এসে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিসহ কালবৈশাখী দেখা মিললে জানা গেল বৈশাখের আগমনী বার্তা। গতকাল সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ রাজধানীর আকাশে কাল বৈশাখীর মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস। ধুলা-বালু কুণ্ডলী পাঁকিয়ে উড়তে থাকে আকাশে। পুরো ঢাকার বাতাস যেন ঢেকে যায় ধুলা-বালুতে। হাটৎ করে আলোকিত ঢাকা রুপ নেয় অন্ধকারে। এসময় রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়। একই সঙ্গে ঠাণ্ডা বাতাস বইতে থাকে। তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমে যায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ -ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গার ওপর দিয়ে বয়ে যাবে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, ঢাকা, ফরিদপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads