• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আলট্রাসনোগ্রামে দুটি বাস্তবে একটি সন্তান

সংগৃহীত ছবি

মহানগর

আলট্রাসনোগ্রামে দুটি বাস্তবে একটি সন্তান

  • ইমরান আহমদ, সিলেট
  • প্রকাশিত ১৯ মে ২০২১

আধুনিক মেডিকেল সেন্টারের আলট্রাসনোগ্রামের ফলাফলে প্রসূতির গর্ভে দুটি সন্তান দেখা গেলেও, বাস্তবে তিনি একটি মাত্র সন্তান জন্ম দেন। আর এমন ঘটনা ঘটেছে সিলেট শহরে। 

সিলেট শহরতলির মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাওয়ের বাসিন্দা ঝর্ণা বেগম তৃতীয়বারের মতো সন্তান জন্মদানের জন্য ভর্তি হয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে সিলেট নগরীর পপুলার মেডিকেল সেন্টারে আলট্রাসনোগ্রাম করান তিনি। আলট্রাসনোগ্রামের দায়িত্বে থাকা চিকিৎসক মৌখিকভাবে বলেন ঝর্ণা যমজ সন্তানসম্ভবা। দুপুরে প্রদান করা রিপোর্টেও উল্লেখ করা হয় গর্ভে দুটি শিশু। যমজ সন্তানের মা হতে চলেছেন ঝর্ণা, এমন খুশিতে আত্মহারা পরিবারের সবাই।

পপুলারের রিপোর্টের ভিত্তিতে ওসমানী হাসপাতাল থেকে ঝর্ণাকে ভর্তি করা হয় নগরীর প্রাইভেট ক্লিনিক আল রাইয়ান হাসপাতালে। কিন্তু সোমবার রাতে এ হাসপাতালে সিজারের পর মায়ের কোলে দেওয়া হয় মাত্র একটি সন্তান। রিপোর্টে দেওয়া দুটি সন্তানের বদলে সিজারের পর এক সন্তান পাওয়ায় বিড়ম্বনায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। এক সন্তান দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ভুল।

ঝর্ণার দেবর নাজির উদ্দিন জানান, রিপোর্টটি নিয়ে তারা দ্রুত পপুলার মেডিকেলে যান। সেখানে যাওয়ার পর দায়িত্বশীলরা এ ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করেননি। তারা জানান, এ রকম ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, এর আগে দুবার তার ভাবি স্বাভাবিক প্রসবে সন্তান জন্ম দিয়েছেন। পপুলারের রিপোর্ট দেখে তারা তড়িঘড়ি করে ঝর্ণা বেগমকে নিয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সিজারের মাধ্যমে সন্তান নেয় একটি। এতে ঝর্ণা বেগম শারীরিক-মানসিক এবং তাদের পরিবার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে তারা পপুলার মেডিকেল কর্তৃপক্ষের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন।

এ ব্যাপারে সিলেট নগরীর পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শায়েক আজিজ চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাতে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads